কলকাতা

সপ্তাহে একদিন কমপক্ষে ৩০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রাখার আবেদন রাজ্যের

কলকাতাঃ বিভিন্ন জেলায় সপ্তাহে একদিন কমপক্ষে ৩০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রাখার আবেদন রাজ্যের। এই নিয়ে বিদ্যুৎ দফতর সচেতনতার প্রচারও করবে বলে জানান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ নবান্নে বিদ্যুৎ, জলসম্পদ ও সেচমন্ত্রী পুলিশ ও দফতরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক বিশেষ  সভার আয়োজন করেন। বৃষ্টি আসার আগে অগ্রিম ব্যবস্থা নিতে এই বৈঠক বলে জানা গেছে। বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়  জানান, ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে বিদ‍্যুৎ ব‍্যবহারে রাশ টানতে বদ্ধপরিকর রাজ‍্য সরকার। সরকারের সিদ্ধান্ত, সপ্তাহে একদিন আধ ঘন্টার জন‍্য বাড়ির বিদ্যুৎ বন্ধ রাখার জন‍্য রাজ‍্যবাসীকে অনুরোধ জানানো হবে, প্রচারও করা হবে। জেলাভিত্তিক কবে কোন জেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। সরকার মনে করছে বিদ্যুৎ ব‍্যবহার কিছুটা কমালে বিদ‍্যুৎ উৎপাদন এর জন‍্য কয়লার ব‍্যবহার ও কিছুটা কম হবে। সেক্ষেত্রে পরিবেশ রক্ষার কাজে তা সহায়ক হবে।