দেশ

গুজরাত জুড়ে শোনা যাবে ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভাষণ, মোদির রাজ্যের ৩২টি জেলার বসছে ৫০টি জায়ান্ট স্ক্রিন

শুধু দিল্লি, উত্তর প্রদেশ বা ত্রিপুরা নয়। এবার ২১ জুলাই প্রায় গোটা গুজরাত জুড়েই চলবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভাষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ৩২টি জেলার ৫০টি জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ২১ জুলাইয়ের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। গুজরাতে এই প্রথমবার একুশে জুলাইয়ের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের উদ্যোগে ইতিমধ্যেই পুরোদমে প্রস্তুতি তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্থানীয় ভাষায় গুজরাতে প্রচারও শুরু হয়ে গিয়েছে। আগামী বছর গুজরাতেও বিধানসভা নির্বাচন রয়েছে। বাংলায় বিপুল জয় পেয়ে তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর এবার অন্যান্য রাজ্যেও নিজেদের সংগঠন ছড়িয়ে দেওয়াই লক্ষ্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সে দিক থেকে দেখতে গেলে গুজরাতে একুশে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সরাসরি সম্প্রচারের মধ্যে বিশেষ তাত্‍পর্য দেখছে রাজনৈতিক মহল।