দেশ

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বাড়ি ধসে পড়ে মৃত ১৫

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই,। রাতভর বৃষ্টির জেরে রবিবার ভোর থেকেই জলের তলায় চুনাভাট্টি , দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোড। মিঠি নদী সংলগ্ন এলাকা থেকে বহু বাসিন্দাকে সরাতে হয়েছে। হনুমান নগর, কান্দিভালি ইস্ট এলাকায় বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সায়নের রেললাইন ট্র্যাক জলের তলায় ডুবে। ফলে ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। কোথাও এক কোমর জল। মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন। মুম্বইতে আগামী ২৪ ঘণ্টা জারি রয়েছে কমলা সতর্কতা। বর্ষার মরশুমে এই প্রথম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে।  বৃষ্টির জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। চেম্বুরের ভারত নগর এলাকায় বাড়ি ধসে দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন ১২ জন বস্তিবাসী। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ বাহিনী। ইতিমধ্যে, মুম্বইয়ের দমকল বাহিনী ১৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। অন্যদিকে, ভিক্রোলিতে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছে ৩ জন।