রবিবার সকালে শহরের দুই ‘টপ কপ’ শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন সাইকেলে করেই। ভ্রমণ ও তল্লাশির মাঝেই দু’একটা ছবিও তোলেন তারা। করে সোশ্যাল মিডিয়ায় সেগুলি ভাইরালও হয়।গত কয়েকদিন ধরেই ময়দান চত্বরে বাড়ছিল ছিনতাইয়ের ঘটনা। প্রাতঃভ্রমণকারীরা নিরাপত্তার অভাব বোধ করছিলেন। সাতসকালেই ময়দান-বাবুঘাট চত্বরে বাড়ছিল ছিনতাইয়ের ঘটনা। আর এবার প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ময়দান-বাবুঘাট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন এদিন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) মুরলীধর শর্মা, ডিসি সাউথ আকাশ মাঘারিয়া সহ আরও বেশ কয়েকজন কলকাতা পুলিশের আধিকারিকরা। এদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন তাঁরা। সাইকেলে চড়ে ঘুরে দেখেন ময়দান, ভিক্টোরিয়া, বাবুঘাট চত্বর। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাইকেল থামিয়ে কথাও বলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তার বিষয়ে ভয় পাবার কোনও কারণ নেই বলেও জানান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কলকাতা পুলিশ সবসময় নাগরিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সেবিষয়ে খেয়াল রাখছে পুলিশ। দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। প্রতিদিন ভোর হলেই শহরের বহু মানুষ ময়দান চত্বরে মর্নিং ওয়াকে যান। নির্ভয়ে যাতে শহরের নাগরিকরা মর্নিং ওয়াক করতে পারেন সেবিষয়ে ময়দান-বাবুঘাট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বলেও জানান কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) মুরলীধর শর্মা।