করোনা অবহের মধ্যেই একদিনের জন্য খুলল বেলুরমঠ। গুরুপূর্ণিমা উপলক্ষে একদিনের জন্য ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মঠের দরজা। সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। অর্থাত্ দুদফায় মঠ খোলা থাকবে।ইতিপূর্বেই স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানিয়েছিলেন গুরু পূর্ণিমার দিনে সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা খুলে দেওয়া হবে। ওই উক্ত দিনে মঠের সমস্ত ভক্ত ও দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন। মঠের মহারাজেরা ভিডিও বার্তার মাধ্যমে তাদের ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশীষ পাঠাবেন। পাশাপাশি ওই দিনে মঠের অভ্যন্তরে বৈদিক মন্ত্রও স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রী মা ও অন্যান্য স্বামীজীদের বক্তব্য পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করা হবে। যা সকলে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে।