কলকাতা

আগামী ২৮ আগস্ট দিল্লির বঙ্গভবনে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক মমতার

গত ২১ জুলাই শহিদ দিবসের ভার্চুয়াল সভায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করতে উদ্যোগী হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোদি-শাহকে রুখতে সেই সলতে পাকানোর পর্ব কি শুরু হতে চলেছে ২৮ আগস্ট থেকে। সূত্রের খবর, সেদিন নয়াদিল্লিতে বঙ্গভবন ২-য়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। বেলা ৩টে নাগাদ সভা শুরু। সেখানে ডাকা হচ্ছে বিজেপি বিরোধী দলগুলিকেও। প্রসঙ্গত, গত ২১ জুলাই মমতার শহিদ স্মরণ সভার রেশ রাজ্যের গণ্ডীর বাইরেও ছড়িয়ে পড়েছে। কোভিড ১৯ আবহে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার ভাষণ শোনানোর আয়োজন করেছিল তৃণমূল। সেখানে ভাষণ শুনতে এসেছিলেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। ভাষণে মমতা পেগাসাস অ্যাপের মাধ্যমে বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগকে হাতিয়ার করে মুখর হন। জানান, মোদি সরকারের বিরুদ্ধে সবাইকে নিয়ে এগতে হবে। বিজেপি বিরোধী দলগুলি শাসিত রাজ্যগুলির নেতৃত্বকেও সঙ্গে নিতে চান তিনি। অর্থাৎ মোদি-বিরোধী রাজনীতির প্রেক্ষাপট তৈরির একটি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, ২৮ আগস্ট দিল্লিতে দলের সাংগঠনিক বৈঠক করছেন মমতা। তিনি সহ তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা থাকবেন। বঙ্গভবন ২ এর লনে কোভিড বিধি মেনে হবে বৈঠক। থাকবেন ১০০ জনের মতো অতিথি। অতিথি হিসাবে কাদের ডাকা হবে, সেই তালিকা তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের নেপথ্যের কারিগর ভোটকুশলী প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে। সব মিলিয়ে রাজধানীকে মোদি বিরোধী লড়াইয়ের অন্যতম কেন্দ্র করে তুলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।