দেশ

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রামদেবের বিরুদ্ধে মামলা দিল্লি হাইকোর্টে

করোনা চিকিত্‍সায় অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বাবা রামদেবের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের। সাতটি চিকিত্‍সক সংগঠনের তরফে মামলা দায়ের হয়েছে। আগামিকাল, সোমবার সেই মামলার শুনানি শুরু হবে আদালতে। বিচারপতি সি হরি শঙ্করের এজলাসে এই মামলার শুনানি হবে। এর আগে এই বিচারপতিই সংগঠনগুলিকে প্রমাণস্বরূপ বাবা রামদেবের বিতর্কিত বয়ানের ভিডিও জমা দিতে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ঋষিকেশ, পাটনা এবং ভুবনেশ্বরের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন-সহ সাতটি সংগঠনের তরফে মামলা দায়ের হয়েছে আদালতে। অভিযোগ, জনসমক্ষে করোনা চিকিত্‍সায় অ্যালোপ্যাথির ভূমিকা নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন রামদেব। রামদেব বলেছিলেন, অ্যালোপ্যাথির জন্যই বহু সংক্রমিত মানুষের মৃত্যু হয়েছে। আধুনিক চিকিত্‍সা বিজ্ঞান নিয়ে বিতর্কিত মন্তব্য করা ছাড়াও চিকিত্‍সকদের মৃত্যুর জন্য দায়ী করেন রামদেব।