বাংলা জয়ের হ্যাটট্রিক হয়ে গিয়েছে। এবার নজরে দিল্লি। মিশন ২০২৪। তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফেরার পর এটাই মমতার প্রথম দিল্লি যাত্রা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মোদি সরকার বিরোধী ফ্রন্টের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, জ্বালানীর দাম বৃদ্ধি, দেশের বেহাল অর্তনীতি, কোভিড মোকাবিলা, পেগাসাস ইস্যুতে সরগরম দেশ। বিরোধীদের নিশানায় মোদি সরকার। অচল সংসদ। এই পরিস্থিতে দিল্লির অলিন্দে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাসস্থানে থাকবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। একদিকে যেমন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তিনি। অন্যদিকে মোদি বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়াতে দেখা করবেন বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া তাঁর সঙ্গে দেখা করতে পারে ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা নেতৃত্ব। আগামী ২৮ জুলাই তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকও ডেকেছেন ওই কমিটির চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই তার সুর বেঁধেছেন তিনি। মমতার এই দিল্লি সফর কার্যত মোদি বিরোধী ফ্রন্ট গঠনের তোড়জোড় বলাই যায়। যা আরও পোক্ত হয়েছে নজির বিহীনভাবে রবিবার কংগ্রেসের টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যের ছবি সহ কেন্দ্রের আড়ি পাতার বিরোধিতায়।