দেশ

বিচার চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ খোদ কলকাতা হাইকোর্ট, দায়ের স্পেশাল লিভ পিটিশন

 নজিরবিহীন ভাবে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল খোদ কলকাতা হাইকোর্ট। বিচারপতিদের বিচার্য বিষয় কীভাবে নির্ধারণ করা হবে, তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সূত্রের খবর অনুযায়ী, যে মামলাকে ঘিরে বিতর্ক দেখা দেয়, তা হল, সাম্প্রতিক সময়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একি মামলার শুনানির সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও অবস্থার উন্নতি হয়নি। সেই সময় বিচারপতি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি যিনি এই ভার্চুয়াল মাধ্যমের দেখভালের দায়িত্বে রয়েছেন, সেই প্রজেক্ট কোঅর্ডিনেটরকে শোকজের নোটিশ দেন। সেই নোটিশের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং রেজিস্ট্রার জেনারেলকেও পাঠান ওই বিচারপতি। সেই সময় বিচারপতি ভট্টাচার্য বলেছিলেন, তিনি মানুষদের ন্যায় বিচারের শপথ নিয়েছেন। তাই যতক্ষণ পুরোপুরি সমস্যার সমাধান না হচ্ছে তিনি খালি স্টেজ শো করতে আদালতে বসতে পারবেন না। এরই মধ্যে সেই মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যকে না জানিয়ে ডিভিশন বেঞ্চে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি আইন মেনে করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে শুনানির আগেই বিচারপতি ভট্টাচার্য ওই নির্দিষ্ট মামলার রায় দিয়ে দেন। এবিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা কতটুকু তা নিয়ে জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে।