দেশ

আইপ্যাক কর্মীদের মুক্ত করতে, ত্রিপুরা উড়ে গেল তৃণমূলের প্রতিনিধি দল

আইপ্যাক কর্মীদের মুক্ত করতে ত্রিপুরা পৌঁছল তৃণমূলের প্রতিনিধিদল। আজ সকাল ৯.২০ মিনিটে০ কলকাতা থেকে বিমান ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ আইপ্যাক সদস্যদের মুক্ত করার পাশাপাশি বৃহস্পতিবার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বড় প্রতিবাদ কর্মসূচিও পালন করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে ট্যুইটার হ্যান্ডেলে এই কাণ্ডে ব্রাত্যদের ত্রিপুরা যাওয়ার কথা ঘোষণা করে বলা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের চিত্‍কার জারি থাকবে।

উল্লেখ্য, গত রবিবার থেকেই পিকের টিমের কাজ করার কথা কিন্তু অভিযোগ ময়দানে নামার আগেই হোটেলেই নানা অজুহাতে আটকে রেখেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের তরফে তীব্র নিন্দা করা হয়েছে। কিছুদিন আগেই ২১ শে জুলাই-এর ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির থাকা তৃণমূল কর্মীদের হেনস্থা করে পুলিশ। অতিমারী আইন দেখিয়ে গ্রেফতার করা হয়। অর্থাত্‍ পশ্চিমবঙ্গের বড় জয়ের পর এবার লক্ষ্য ত্রিপুরা, সেটা বারবার প্রমাণ করছে তৃণমূল। তাই আইপ্যাক-এর হেনস্থার জন্য লড়াই করতে ও পাশে দাঁড়াতে হাজির হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। এই ঘটনার প্রতিক্রিয়ায় এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘ওদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। কেন পারব না? এটা তো গণতান্ত্রিক দেশ। প্রয়োজনে সাংবাদিক বৈঠক করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেখানে যাওয়ার কথা রয়েছে।’ গতকালই টুইট করে এই ঘটনার নিন্দা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ত্রিপুরায় তৃণমূল ঠিকঠাক ভাবে পা রাখার আগেই, ভয় পাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে আমাদের জয়ে তাঁরা এতটাই ভীত যে, আইপ্যাকের ২৩ জন প্রতিনিধিকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপির অপশাসনে এই দেশের গণতন্ত্রের মৃত্যু হচ্ছে।’