জেলা

রাজ্যে ফের টর্নেডোর হানা, লণ্ডভণ্ড সুন্দরবনের হিঙ্গলগঞ্জ

বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের হানায় দুর্যোগ চলছেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তারই মধ্যে ধেয়ে এল ঝড়। এক মিনিটের বিধ্বংসী গতিতে ধেয়ে আসা টর্নেডোয় ছারখার হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। মাত্র এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিঙ্গলগঞ্জে ঘরবাড়ি ভেঙে গিয়েছে। উড়ে গিয়েছে টিনের চাল। রাস্তার উপর ভেঙে পড়ে বড় বড় গাছের ডাল, বিদ্যুতের খুঁটি। স্বাভাবিকভাবেই আতঙ্কে সুন্দরবনবাসী। ঘূর্ণিঝড় যশের তাণ্ডবের পর এখনও ক্ষয়ক্ষতি লাঘব হয়নি। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দগদগে তাজা ঘা। তার মধ্যেই ফের প্রাকৃতিক দুর্যোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহাপুরে আছে পরে টর্নেডো। মাত্র এক মিনিটের স্থায়ী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হিঙ্গলগঞ্জ থানা ও বিদ্যুতের সাবস্টেশন। এলাকায় প্রায় কুড়িটি বাড়ি ভেঙে গিয়েছে। রাস্তার ওপর পড়ে রয়েছে গাছের গুড়ি। এলাকা পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের যুগ্ম বিডিও ওমপ্রকাশ গুপ্তা। তারপরই যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় হাসনাবাদ-লেবুখালী সড়ক পরিস্কারের কাজ। আগে থেকে কোনরকম পূর্বাভাস না থাকায় এলাকার বাসিন্দাদের পাশাপাশি রীতিমতো অবাক আবহাওয়া দফতরের আধিকারিকরাও। তবে এই প্রথম নয়, এর আগেও টর্নেডোর সাক্ষী থেকেছে বাংলা। বিশেষ করে ঘূর্ণিঝড় যশের সময় থেকেই একাধিক বার টর্নেডো দাপট দেখিয়েছে। কখনও হলদিয়া তো কখনো অশোকনগরে, কখনও সাগর তো কখনও গুমাতে।