Posted onAuthorবঙ্গনিউজComments Off on সোনিয়ার বাসভবনে মমতা, শুরু ‘চায়ে পে চর্চা’
আজ বিকেল ৪টে ৩০মিনিট নাগাদ দিল্লিতে সোনিয়া গান্ধির বাসবভনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০ জনপদে শুরু হল মমতা-সোনিয়ার ‘চায়ে পে চর্চা’ ৷ উপস্থিত আছেন রাহুল গান্ধিও। মোদি বিরোধী বৃহত্তর জোট নিয়ে আলোচনার সম্ভাবনা।