কলকাতা

রাজ্যে আরও ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

গত ২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য একাধিক নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরই সঙ্গে রাজ্যে থাকা সমস্ত মেডিক্যাল কলেজকে সুপার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি বানিয়ে তাক লাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলার প্রতি নজর দিয়ে আরও বেশকিছু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিল রাজ্যে। ডাক্তারি ক্ষেত্রে পড়ুয়াদের সিটও বাড়বে ও জেলায় জেলায় ভালো স্বাস্থ্য পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই লক্ষ্যেই আরও ৬ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি হবে বলে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হুগলির জেলায় আরামবাগ ডিভিশনে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পূর্ব মেদিনীরপুরের তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বারাসাতে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঝাড়গ্রামের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উলুবেড়িয়াতে কথাশিল্পী শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও উত্তরবঙ্গের জন্য জলপাইগুড়িতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। রাজ্যে রয়েছে ১২ টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও তিনটি বেসরকারি কলেজ ও হাসপাতাল। কল্যানীতে নির্মাণ হচ্ছে রাজ্যের প্রথম এইমস’এর।