দেশ

সেনাঘাঁটি, আইটিবিপি ক্যাম্পের ওপর ফের পাকিস্তানি ড্রোন, নাশকতার আশঙ্কায় জম্মু-কাশ্মীরে সতর্কতা

ফের সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের হানাদারি উপত্যকায়। জম্মুর সাম্বা সেক্টরে বৃহস্পতিবার রাত থেকেই সন্দেহজনক ড্রোনের ঘোরাঘুরি চোখে পড়তে শুরু করে। সাম্বা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের আকাশে যখন ড্রোনের ঘোরাঘুরি চোখে পড়ে, সেই সময় থেকেই জারি করা হয় সতর্কতা। বিএসএফ সূত্রে খবর, সাম্বার সেনা ঘাঁটি, ঘাঘওয়ালের ITBP ক্যাম্প ও ভারত-পাক সীমান্তে চালিয়ারি গ্রামের আকাশে সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া যায়। বিএসএফ গুলি চালানোর পর ড্রোন উধাও হয়ে যায়।  ফলে ওই ঘটনার পর নজরদারি আরও জোরদার করা হয় সাম্বা সেক্টরে।