বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবার থেকে অনলাইনেই বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। সেই উদ্দেশে নতুন এক পোর্টাল ‘উত্সশ্রী’ আনলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শনিবার সেই পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে জানালেন কীভাবে বদলির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পাদন করা যাবে। আগামী ২ আগস্ট থেকে চালু হবে এই উত্শ্রী পোর্টাল। শুধুমাত্র শিক্ষিক, শিক্ষিকা নন, এই পোর্টালের মাধ্যমে নিজেদের এলাকায় বদলির আবেদন জানাতে পারবেন শিক্ষাকর্মীরাও। বিভিন্ন ধরনের বদলির জন্য় আলাদা-আলাদা ভাগ রাখা হয়েছে এই পোর্টালে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক ও অশিক্ষক উভয় কর্মীরাই এই পোর্টালে আবেদন জানাতে পারবেন। জানা গিয়েছে, নির্দিষ্ট https://banglarshiksha.gov.in/utsashree/ পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তার পর সেখানেই করতে হবে বদলির ফর্ম ফিলআপ।