জেলা

টানা ভারী বৃষ্টির জের, গোঘাট ও আরামবাগে বন্যা পরিস্থিতি

প্রবল বৃষ্টিতে হুগলির গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু গ্রাম প্লাবিত। কয়েক হাজার হেক্টর চাষের জমি জলমগ্ন। নষ্ট হয়ে গিয়েছে সবজি। একাধিক রাস্তার ওপর দিয়ে বইছে জল। বেশ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত গোঘাটের নকুন্ডা ও বালি গ্রাম পঞ্চায়েত। টানা বৃষ্টি ও বাঁকুড়া থেকে জল ঢোকায় গোঘাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অন্যদিকে, আরামবাগ শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দ্বারকেশ্বরের জল বাড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বাঁধ ভেঙে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই দ্বারকেশ্বরের বাঁধ উপচে আরামবাগ পুরসভার কয়েকটি ওয়ার্ডে জল ঢুকতে শুরু করেছে। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বাঁধের উঁচু জায়গায় ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। আরামবাগের মায়াপুরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের ওপর দিয়েও বইছে জল। তবে এই ছবি শুধুমাত্র এক জেলাতেই সীমাবদ্ধ তা নয়। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে হাওড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও রয়েছে জল জমে।