কলকাতা

আগামী ৪৮ ঘণ্টায় আরও সক্রিয় হচ্ছে নিম্নচাপ

কলকাতাঃ বর্ষা প্রবেশ করার পরও কলকাতা সহ সংলগ্ন এলাকা তেমন বৃষ্টি পায়নি এই সপ্তাহে। বরং বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে বলে পূর্বাভাস থাকলেও তা কলকাতায় হয়নি। ফলে শহরবাসী চাতকের মতই অপেক্ষা করছিলেন। একটানা গরম আর চরম অস্বস্তি।অবশেষে শহরে নামলো বৃষ্টি। আজ দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজল দক্ষিণ কলকাতা সহ সংলগ্ন অঞ্চল। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর আগামী ২৪ ঘণ্টায় আরও সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি।মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে। উত্তর পাঞ্জাব থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চলের। অসম এবং লাগোয়া অঞ্চলের উপরও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। তার জেরে আগামী তিন তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। কোথাও কয়েক পশলা তো কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। সেকারণে আগামী পাঁচ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।