ঝাড়খন্ডে ও শিল্পাঞ্চলের তুমুল বৃষ্টিপাতের জের। বিপুল পরিমাণে জল ছাড়া শুরু হল দামোদর ব্যারেজ, মাইথন, পাঞ্চেত থেকে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের পক্ষ থেকে বন্যার কমলা সর্তকতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, মাইথন পাঞ্চেত থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। দামোদর ব্যারেজ থেকে সকাল নটা নাগাদ ১ লক্ষ ৩০হাজার কিউসেক করে জল ছাড়া হয়েছে। এর ফলে নিম্ন দামোদর অববাহিকায় বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। শিল্পাঞ্চলের নিচু এলাকা থেকে ইতিমধ্যেই মানুষজনকে সরানোর কাজ দ্রুত গতিতে চলছে। খোলা হয়েছে বাইশটি অস্থায়ী ত্রাণশিবিরও।