একটানা ভারী বৃষ্টির জেরে কারশেড ও রেললাইনের অনেক জায়গায় জল জমে থাকায় শুক্রবার হাওড়া শাখায় প্রচুর ট্রেন বাতিল করা হয়েছিল। পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় শনিবারও একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় হাওড়া-সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিপাতের জেরে হাওড়া কারশেডের বিভিন্ন জায়গায় এবং রেললাইনে জল জমে যায়। যে জন্য শুক্রবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল। নির্ধারিত সময়ের থেকে বহু দেরি করে ছাড়ে একাধিক ট্রেন। অনেক ট্রেনের সময়সূচি বদল করে রেল কর্তৃপক্ষ।
এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা –
- ০২৯১১ ইন্দোর-হাওড়া স্পেশাল
- ০৫৯৬০ ডিব্রুগড় হাওড়া স্পেশাল
- ০২৯৩৭ গান্ধীধাম হাওড়া স্পেশাল
- ০৩৩৮৮ ধানবাদ হাওড়া স্পেশাল
- ০২৩৫৪ লাল কুয়াঁ হাওড়া স্পেশাল
- ০২২৬৮ নয়াদিল্লি হাওড়া স্পেশাল
- ০২৩২৮ দেরাদুন হাওড়া স্পেশাল
- ০২৩৩৪ প্রয়াগরাজ হাওড়া স্পেশাল
- ০৩০১০ যোগ নগরী ঋষিকেষ হাওড়া স্পেশাল
- ০২৩৫২ রাজেন্দ্রনগর টার্মিনাল হাওড়া স্পেশাল
- ০৩০৩৪ কাটিহার হাওড়া স্পেশাল
- ০৩০২০ কাঠগোদাম হাওড়া স্পেশাল
- ০৩০১৯ হাওড়া কাঠগোদাম স্পেশাল