প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মদন মিত্রের। ভবানীপুরের যদুবাবুর বাজারে চা বিক্রি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, ‘আজকে আমার একটাই স্লোগান এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। এটা এমন চা যা কিনা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। কিন্তু মোদিজি খাওয়াচ্ছেন আমাদের। আর ১ কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কারণ মোদিজি তো লোকসভা ভোট জিততে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। কিন্তু সেই টাকা তো দেননি। আর মোদিজি নিজেকে চা বিক্রিতা বলে দাবি করতেন। চা বিক্রেতার ভাবমূর্তিকে হাতিয়ার করেই তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোদিজি।’ এইভাবেই এদিন মোদিজিকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন ভবানীপুরে মদন মিত্রর সঙ্গে ছিলেন প্রচুর অনুগামী। মদন মিত্রর অনুগামীদের মুখে ছিলে মোদি মুখোশ। এর পাশাপাশি এদিন মদন মিত্র বলেন, ‘ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। ত্রিপুরায় খেলা হবে দিবস নয় পালিত হবে বিজয় দিবস। বাবুলের উদ্দেশে বলছি এত তাড়াতাড়ি আলবিদা করাটা ঠিক হচ্ছে না। এত সুন্দর আকাশ রয়েছে, মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছে। আর এক মাঠে খেলবেন না তো কী আছে অন্য মাঠে খেলা হবে। আমিও তো মাঝে প্রাকটিসে ছিলাম না। তাতে কোনও অসুবিধা হয়নি। আবার মাঠে ফিরে এসেছি খেলা হচ্ছে।’