জেলা

জেল থেকে ছাড়া পাওয়ার আগেই ফের গ্রেপ্তার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা

আজ জেল থেকে ছাড়া পাওয়ার আগেই ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা। কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তার মধ্যেই শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে অন্য একটি মামলায় পুলিশ গ্রেফতার করে। রাখাল বেরার গ্রেফতারি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখ পড়েন রাজ্য সরকারের আইনজীবী। হাইকোর্টে মঙ্গলাবর রাখাল বেরার জামিনকে চ্যালেঞ্জ করে মামলার শুনানি চলছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে। রাখাল বেরার ছেলে তাঁর আইনজীবীকে জানান, ১৫ জুনের তমলুকের একটি মামলায় তাঁকে (রাখাল বেরা) গ্রেফতার করা হয়েছে। আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে সে কথা জানালেন বেঞ্চ প্রশ্ন করে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল রাখাল বেরাকে গ্রেফতার করতে হলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। সেই নির্দেশ মানা হয়নি। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলার মধ্যে কী করে রাখাল বেরাকে পুলিশ গ্রেফতার করল। কোন অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা গ্রেফতার করেছেন, ডিভিশন বেঞ্চ তাও জানতে চেয়েছে। রাজ্য সরকারকে তাঁর অবস্থান জানাতে বলেছে ডিভিশন বেঞ্চ। রাখাল বেরার বিরুদ্ধে অভিযোগ আর্থিক প্রতারণার। সুজিত দে নামে এক ব্যাক্তি মানিকতলা থানায় শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে অভিয়োগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, সেচ ও কৃষি দফতরে গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়ার নামে শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা টাকা নিতেন। সুজিত দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও মঙ্গলবার পুলিশ তাঁকে অন্য একটি মামলায় গ্রেফতার করে।