কলকাতা

ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টির সঙ্গে শোনা যাচ্ছে মেঘের গর্জন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার প্রধানত শহরের আকাশ মেঘলা থাকবে। এ দিন থেকেই ফের শুরু হবে বর্ষার বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে, বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৭৬ শতাংশ। ইতিমধ্যেই ডিভিশন ছাড়া জলে প্লাবিত হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্যে ফের বৃষ্টি হতে পারে।