বিদেশ

প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে ইজরায়েল এলেন ভারতীয় বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া

ইজরায়েল পৌঁছলেন ভারতীয় বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া। দুই বন্ধু দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে এই সফর অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।  সূত্রে খবর, ইজরায়েলী বায়ুসেনা প্রধান মেজর জেনারেল আমিকাম নরকিনের আমন্ত্রণ রক্ষা করতে বন্দু দেশে গিয়েছেন ভাদুরিয়া। এই বিষয়ে নিজেরদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ‘কৌশলগত সহযোগী হিসেবে ভারত ও ইজরায়েলের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান এই সম্পর্কের অন্যতম স্তম্ভ। এই বৈঠকে দুই দেশের বায়ুসেনার মধ্যে সম্পর্ক আরও গভীর করা নিয়ে আলোচনা হবে।’ বিশ্লেষকদের মতে, ভাদুরিয়ার সফর সৌজন্যমূলক হলেও এর তাত্‍পর্য গভীর। লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন ও জম্মুতে ড্রোন হামলার পর এই সফর ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে নয়াদিল্লি ও তেল আভিভ আরও কাছাকাছি আসতে চলেছে।