ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে লাভলিনাকে, সেমিফাইনালে হার
খেলা

ব্রোঞ্জ নিয়েই ফিরতে হচ্ছে লাভলিনাকে, সেমিফাইনালে হার

মেরি কম, বিজেন্দ্র সিংয়ের মতো ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাভলিনা বড়গোহাঁইকে। টোকিও অলিম্পিকে মহিলাদের ওয়েল্টারওয়েট ক্যাটেগরির সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে যে দাপট নিয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছিল, শেষ চারে শীর্ষ বাছাই বক্সারের বিরুদ্ধে তাঁক সিঁকিভাগেও পৌঁছতে পারলেন না লাভলিনা। উল্টে ০-৫ ফলাফলের শোচনীয় ফলাফলের সম্মুখীন হতে হয় ভারতীয় বক্সারকে।

বক্সিংয়ের সেমিফাইনালে হেরে গিয়ে টোকিও অলিম্পিক থেকে সোনা বা রূপো জয়ের সম্ভাবনা হাতছাড়া করেছেন লাভলিনা বড়গোহাঁই। তা বলে ভারতীয় বক্সারের কৃতিত্বকে কোনওভাবেই ছোট করা হচ্ছে না। শেষ চারের লড়াই হেরেও দেশের জন্য ব্রোঞ্জ জয় করা অসমের বক্সারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে বক্সিংয়ে লাভলিনার সাফল্য আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভারতীয় মহিলা বক্সারের মানসিকতায় মুগ্ধ হয়েছেন মোদী। অলিম্পিক থেকে দেশের হয়ে ব্রোঞ্জ জয়ের জন্য লাভলিনাকে শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।