রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথার পরে ডিভিসি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। পাঞ্চেত, মাইথন, তেনুঘাট জলাধার থেকে বেশি জল ছাড়ার অভিযোগ। ‘ডিভিসি বেশি জল ছাড়ার জন্য রাজ্যে ম্যান মেড বন্যা পরিস্থিতি,’ জলাধারের সংস্কার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ‘ঘূর্ণিঝড়, ম্যান মেড বন্যার জন্য আর্থিক সাহায্য মেলেনি। প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্র থেকে এখনও মেলেনি সাহায্য। হস্তক্ষেপের জন্য শীঘ্রই ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠাচ্ছে রাজ্য,’ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির বিরুদ্ধে নালিশ মুখ্যমন্ত্রীর। ডিভিসি থেকে যেভাবে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমাগত আরও জটিল হয়ে উঠছে। সেই কারণে এবার তড়িঘড়ি ডিভিসি কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল রাজ্যে তরফে। প্রসঙ্গত বুধবার রাজ্যের বন্যা কবলিত বেশ কিছু এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খানাকুলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু সেই পরিকল্পনা শেষে বাতিল করা হয়। আবহাওয়া খারাপ হওয়ায় খানাকুলে যাওয়া বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে হাওড়ার আমতায় গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। জলে দাঁড়িয়ে কথা বলেন দুর্গতদের সঙ্গে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পর, সেচমন্ত্রী ডিভিসি কর্তৃপক্ষকে চিঠি লেখেন অতিরিক্ত জল ছাড়া বন্ধ করার আর্জি নিয়ে। আগামী কয়েকদিন যাতে ডিভিসি থেকে কোনওভাবে অতিরিক্ত জল ছাড়া না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের সেচমন্ত্রী।