রাজ্যে দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে আজ ফের কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিদল। আজ সময়মতো তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এর সাথে দেখা করেন। দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে কথা বলেন এবং একটি চিঠি দেন তারা। তৃণমূল চাইছে ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ দ্রুত হোক ৭ কেন্দ্রের ভোট। এই দাবিতে আজ পার্থ চট্টোপাধ্যায় , চন্দ্রিমা ভট্টাচার্যরা মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করেন। আরেকটি চিঠি দেন। আজ সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান এখনও পর্যন্ত উপ নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। সাংগঠনিক রীতিনীতি মেনে কতদূর নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে তা আমরা জানতে চেয়েছি। এপ্রিল মাসে করোনা রাজ্যে যখন উচ্চ শিখরে ছিল তখন আট দফায় রাজ্যে ভোট হয়েছিল। বারবার বলা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে আজ পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে নিশানায় নিয়ে বলেন যারা গণতন্ত্র রক্ষা করার কথা বলছেন তারা চাইছে নির্বাচন প্রক্রিয়া ঢিলে হয়ে যাক। আমরা মনে করবো নির্বাচন কমিশন তাদের কথায় প্রভাবিত না হয়ে দ্রুত উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন।