আগামী ডিসেম্বরে বিজেপির রাজ্য সভাপতি বদল হবে। অর্থাত্, বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবর্তে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করবেন। দ্বিতীয় দফায় তাঁকে যে আর ওই পদে দেখা যাবে না, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। প্রশ্ন উঠছে, দিলীপের জায়গায় কে? সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হতে চলেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের এই নিয়ে কথা হয়। সূত্রের খবর, নাড্ডা তাঁর কাছে জানতে চান কাকে বঙ্গ বিজেপির সভাপতি করা যায়। জবাবে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের নাম সুপারিশ করেন। জানা গিয়েছে, বিজেপির অন্দরে সুকান্ত মজুমদার দিলীপ-ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজ্য রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ না হলেও নিজের সংসদীয় এলাকায় সুকান্ত মজুমদারের জনপ্রিয়তা বেশ ভালোই। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্য সভাপতির ভার মহিলার হাতে তুলে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। দুটো নাম শোনা যাচ্ছে। দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায়। প্রথমজন কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও বর্তমানে আর মন্ত্রী নন। অন্যজন লকেট চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তাঁকে মন্ত্রী করার ব্য়াপারে দলের অন্দরে আলোচনা চললেও তা বাস্তবায়িত হয়নি। তাহলে প্রথা ভেঙে এবার কি বঙ্গ বিজেপি সভাপতি হতে চলেছেন কোনও মহিলা। তা নিয়েও চলছে জল্পনা।