দেশ

হিমাচলের কিন্নরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৩৯

হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ ধসের ঘটনায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ ৩৯ জন। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনাবাহিনীকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উদ্ধারকার্যে রাজ্য সরকারকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বুধবার দুপুর পৌনে একটা নাগাদম পিও-সিমলা হাইওয়ের কাছে আচমকাই ধস নামে। ধসে চাপা পড়ে হিমাচল রোড ট্র্য়ান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস, একটি ট্রাক, ও কয়েকটি গাড়ি। বাসটি কিন্নর থেকে হরিদ্বার যাচ্ছিল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কয়েকটি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসে ছিল ৩০ জন যাত্রী। বুধবার কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে বেলা পৌনে একটা নাগাদ হঠাত্‍ই ধস নামে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, কিন্নরে এদিন বড়সড় ধস নামে। ধসের নীচে আটকে পড়া মানুষকে বের করে আনতে উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয় মানুষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সেখানে পাঠানো হয়েছে।