দেশ

তৃণমূল আর আইপ্যাকের চাপে রাতের ঘুম উধাও! হাওয়া ভালো নয় বুঝতে পেরে দিল্লি ছুটলেন বিপ্লব দেব

তৃণমূলের আন্দোলনে রাতের ঘুম উধাও ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবের। হাওয়া ভালো নয় বুঝতে পেরে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর আজ সন্ধ্যা বেলায় তিনি দিল্লি পৌঁছান। দেখা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সন্ধ্য়ার দিকে নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নাড্ডার সঙ্গে বৈঠক পূর্বনির্ধারিত। ঠিক ছিল বৈঠকে আইপিএফটি নিয়ে কথা বলবেন মুখ্য়মন্ত্রী। কিন্তু শনিবার তৃণমূলের তিন যুবনেতার ওপর হামলা এবং পরবর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে বৈঠকের অ্য়াজেন্ডাই বদলে গিয়েছে। সূত্রের খবর নাড্ডার সঙ্গে আলোচনা করবে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। মুখ্য়মন্ত্রী এমনিতেই খুব একটা স্বস্তিতে নেই। জোট শরিক আইপিএফটি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। এপ্রিল মাসেই ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোটের পরাজয়ের কারণেও অসন্তুষ্ট দলের শীর্ষর্কতারা। আইপিএফটির একাধিক নেতা আগেই জানিয়েছিলেন, তারা উপজাতি অধ্যুষিত জেলা পরিষদের নির্বাচনে এককভাবে লড়তে চায়। যদিও শেষ পর্যন্ত জোটে লড়লেও ত্রিপুরা রাজ পরিবারের উত্তরসূরী প্রদ্য়োত দেববর্মনের দল তিপরা ২৮টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করে। বিজেপি-আইপিএফটিকে মাত্র ৯টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।