কলকাতা

শীতলকুচি কাণ্ডঃ ৭দিন পেরিয়ে গেলেও আসলেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আদালতে যেতে পারে সিআইডি

৭দিন পেরিয়ে গেলেও আসলেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। না আসার কারণ জানিয়ে রাজ্য গোয়েন্দা পুলিশ বা সিআইডিকে কোনও চিঠিও পাঠানো হয়নি তাঁদের তরফে। জেরা করতে চেয়ে জওয়ানদের আরও একবার ডেকে পাঠানো ছাড়াও পরিস্থিতির প্রয়োজনে আদালতে যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। জানিয়েছেন সিআইডির এক আধিকারিক। তাঁর কথায়, ‘‌গত ৩ আগস্ট এই জওয়ানদের ভবানী ভবনে আসার কথা ছিল। কিন্তু তাঁদের পক্ষ থেকে সাতদিন সময় চাওয়া হয়। যা আমরা অনুমোদন করি। কিন্তু এরপর সাতদিন কেটে গেলেও তাঁরা যেমন আসেননি, তেমনি না আসার কারণ সম্পর্কে বা কবে আসতে পারবেন সেই বিষয়ে বুধবার পর্যন্ত তাঁদের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। আসতে অনুরোধ জানিয়ে আমরা তাঁদেরকে ফের অনুরোধ করব। সেইসঙ্গে তদন্তের প্রয়োজনে এই জওয়ানদের জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। ‘‌ গত ১০ এপ্রিল রাজ্যে যখন চতুর্থ দফার ভোট চলছিল, তখন কোচবিহারের শীতলকুচির জোর পাটকি গ্রামে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজন গ্রামবাসীর মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত জেলা পুলিশের হাতে থাকলেও পরে তা তুলে দেওয়া হয় সিআইডিকে। এরপর তদন্তের প্রয়োজনে জেরা করার জন্য সিআইএসএফের ছয় জওয়ানকে এর আগে দু’‌বার ডেকে পাঠানো হলেও তাঁরা আসেননি। শেষবার ৩ আগস্ট তাঁদের আসতে বলা হলেও জওয়ানরা ৭দিন সময় চেয়েছিলেন।