দেশ

মহারাষ্ট্রে ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে মৃত ২৪

মুম্বইঃ ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পূর্ব মালাডের পিম্প্রিপাড়া ও কুরার গ্রামে দেওয়াল ভেঙে ১৮ জনের মৃত্যু হল । আহত হয়েছে আরও ১৩ জন । রাত ১টা ১৫ মিনিট নাগাদ পুনের সিংগড় কলেজের দেওয়াল ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে । এনডিআরএফ-এর ইন্সপেক্টর রাজেন্দ্র পাটিল পরে জানালেন, তাঁরা নিজেরা ছাড়া স্নিফার ডগ দিয়েও তল্লাশি হয়েছে ধ্বংসস্তুপের ভিতর। কিন্তু আর কোনও মানুষের অস্তিত্ব না পাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় সকালের দিকে। মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। রবিবার থেকে এক দশকের সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে বাণিজ্য রাজধানীতে। সর্বত্র রাস্তায় জল দাঁড়িয়েছে। ব্যাহত যান চলাচল। মঙ্গলবারও ব্যাপক বৃষ্টি হচ্ছে। মুম্বইয়ের এনেক এলাকায় ২০০ মিলি লিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অবতরণ করতে গিয়ে গতরাতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে একটি বিমানের চাকা পিছলে যায় । তবে যাত্রীরা অক্ষত রয়েছেন । কিন্তু এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ থাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে । অনেক জায়গায় রেললাইন জলমগ্ন থাকায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও ।