প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। চিন্ময় চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।জানা গিয়েছে, প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় রহড়ায় নিজের বাড়িতেই থাকতেন। এদিন দুপুরে সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেসময় বাড়িতে ছিলেন কেবলমাত্র তাঁর ছেলে। স্ত্রী রয়েছেন বেঙ্গালুরুতে মেয়ের কাছে রয়েছেন। এদিকে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, ‘বিশিষ্ট ফুটবলার চিন্ময় চ্যাটার্জির প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ রহড়ার বাড়িতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। চিন্ময়বাবু দীর্ঘদিন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাব ছাড়াও জাতীয় দলে রাইট সাইড ব্যাক ও স্টপার হিসাবে খেলেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করেছে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি চিন্ময় চ্যাটার্জির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’