ক্যালিফোর্নিয়াঃ রাসায়নিক বিষ নার্ভ এজেন্ট পাওয়া গেল ফেসবুকের ক্যালিফোর্নিয়ার দফতরে। স্থানীয় সময় সোমবার সকাল ১১টা নাগাদ সান ফ্রান্সিসকোর মেলানো পার্কে ফেসবুক কোম্পানির সিলিকন ভ্যালি মেইল ফেসিলিটি বা চিঠি দেওয়ানেওয়ার জায়গায় একটি প্যাকেট পান দুই কর্মী। কোম্পানির নিয়মমাফিক পরীক্ষার সময় ধরা পড়ে ওই প্যাকেটে রয়েছে নার্ভ এজেন্ট সারিন। তত্ক্ষণাত্ সতর্কবার্তা পাঠানো হয় কোম্পানি কর্তৃপক্ষকে। যাঁরা সেই পার্সেলটি ধরেছিলেন তাঁদের শরীরে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া হয়নি বলে সূত্রের খবর। আগাম সতর্কতা হিসেবে দফতরের চারটি বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। আর কোথাও এই রাসায়নিক ছড়িয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত তদন্তের জন্য খবর দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে। পুলিসকে এবং তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।
ফাইল ছিত্র।