খেলা

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে টিম ইন্ডিয়া

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিলেতে বিশ্বকাপের শেষ চারের টিকিট কনফার্ম করল টিম ইন্ডিয়া। রোহিতের সেঞ্চুরি আর বল হাতে বুমরাহ-হার্দিকের ক্যারিশমায় কুপোকাত্ বেঙ্গল টাইগাররা। কাজে এল না মুস্তাফিজুর ও সাকিবের লড়াই। ভারতের ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ও সৌম্য। তামিম ইকবালকে ২২ রানে বোল্ড করে বাংলাদেশি শিবিরে প্রথম ভাঙন ধরান মহম্মদ শামি। সৌম্যকে ৩৩ রানে ফেরান হার্দিক পাণ্ডিয়া। এরপর মুশফিকুর সাকিব জুটি বাংলাদেশকে টানতে থাকেন। মুশফিকুর ২৪ এবং লিটন দাস ২২ রানে ফিরে যান। দ্রুত ফিরে যান মোসাদ্দেক হোসেনও। কিন্তু ৬৬ রানে সাকিব ফিরে যেতেই বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে গেছে বলে ধরে নিলেও শেষ চেষ্টা করেন সইফউদ্দিন ও সাব্বির। ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। কিন্তু ৩৬ রানে সাব্বিরকে ফেরালেন জশপ্রীত বুমরাহ। কিন্তু দুরন্ত হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন সইফউদ্দিন। কিন্তু বুমরার দুরন্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৮৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ২৮ রানে জয়ী হয় ভারত।