আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গেল আফগানিস্তান-পাকিস্তান ওয়ানডে সিরিজ ৷ কাবুলে বর্তমানে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷ এছাড়া বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে থাকা ক্রিকেটাদের খেলার মতো মানসিক পরিস্থিতি নেই ৷ বিমান বন্ধের ফলে আফগান ক্রিকেট টিমের শ্রীলঙ্কায় পৌঁছানোর কোনও পথ নেই ৷ স্থগিত হয়ে যাওয়া সিরিজ আগামী বছর অনুষ্ঠিত হতে পারে ৷ এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ পিসিবি জানিয়েছে, পাকিস্তানের অ্যাপেক্স বডি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে ৷ দু‘পক্ষ আলোচনার মাধ্যমে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগামী তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ পাক বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, “এসিবির তরফ সোমবার সন্ধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ তাদের তরফে ওয়ানডে সিরিজ়টি তিনমাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয় ৷ কারণ কাবুলে বাণিজ্যিক বিমান পরিষেবা বর্তমানে বন্ধ ৷ পাশাপাশি শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে উর্ধ্বমুখী ৷ এছাড়া আফগান খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও রয়েছে ৷ আমরা এই সিরিজের জন্য মুখিয়ে ছিলাম ৷ কিন্তু ওদের পরিস্থিতিটা আমরা বুঝি ৷”