জেলা

দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে করোনা, একাধিক এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

দেশে করোনায় সুস্থতার হার বাড়ছে। সামনেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাড়ছে করোনার প্রকোপ। সেখানে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই নতুন করে বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫৬টি এলাকায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন ঘোষণা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে গোসাবা, কাশীপুর, লেদার কমপ্লেক্স, ক্যানিংয়ের বেশকিছু এলাকা। গোসবায় আজ থেকে ৩ দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সব এলাকায় চলছে কড়া নজরদারি। মাইক্রো কনটেনমেন্ট করা এলাকাগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পেশাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে মূলত জেটিঘাট ও টুরিস্ট স্পট গুলিতে। স্বাস্থ্য দপ্তরের তরফে আশাকর্মীরা বাড়ি বাড়ি খোঁজও নিচ্ছেন।