করোনার জোড়া টিকা নিলেই এবার প্রবেশ করতে পারা যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। এবার এমনই সিদ্ধান্তের কথা জানালো কালীঘাট টেম্পল কমিটি। ইতিমধ্যেই, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আগামী অক্টোবর মাসে চূড়ান্ত আকার ধারণ করতে পারে বলে কেন্দ্রীয় রিপোর্টে জানানো হয়েছে। বিশেষজ্ঞরাও এমন পূর্বাভাস দিয়েছেন। এবার এই বিষয়টিকে মাথায় রেখে কালীঘাট মন্দিরের সেবায়েতদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। সেইমতই বৈঠকে বসেন তাঁরা। জানা যায়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন কালীঘাট মন্দির পরিচালনার প্রশাসনিক দায়িত্বে থাকা আলিপুর জেলা বিচারক চৈতালি দাস চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ তথা টেম্পল কমিটির সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। সূত্রের খবর, ওই বৈঠকে সরকারি কোভিডবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয় মন্দির কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যদের কাছে জানতে চান আলিপুর জেলা বিচারক। কোভিড সংক্রমন রুখতে গত এক বছরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে বলে জানা যায়। সূত্রের খবর, ওই বৈঠকেই কালীঘাট মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দ্রুততার সঙ্গে মন্দিরের প্রশাসনিক তথা পুজো সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যে ব্যক্তিরা তাদের জোড়া টিকা দেওয়ার কাজ শেষ করতে হবে। এর পাশাপাশি জানা যায়, এর সঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা জোড়া টিকা নেবেন, শুধুমাত্র তাঁরাই কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি সরকারি কোভিডবিধি যেন কোনওভাবেই লঙ্ঘিত না হয়, সেদিকেও কড়া নজরে রাখার কথা বলা হয়েছে ওই বৈঠকে বলে সূত্রের খবর।