কলকাতা

আদালতে মুকুলের পিএসি মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর

একজন দলত্যাগী বিধায়ককে কীভাবে পিএসি চেয়ারম্যান করা হল? বাংলার বিধানসভায় বিরোধী দলের নেতাকেই এই কমিটির চেয়ারম্যান করা হয়। কিন্তু এবারে বিজেপির টিকিটে জেতা দলবদলু মুকুল রায়কে কেন এই পদ দেওয়া হয়েছে? এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। যার আজ শুনানিতে আক্রমণত্মক ভূমিকা নেই বিজেপি বিধায়কের আইনজীবি। কলকাতা হাইকোর্টে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই জনস্বার্থ মামলা করেন। যার ভিত্তিতে এদিন শুনানি শুরু হয়। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি এদিন ১২ টার সময় শুরু হলে পিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে আদালতের সামনে একাধিক তথ্য তুলে ধরেন আইনজীবি বিএস বৈদ্যনাথন। তিনি এদিন জানিয়েছেন, তৃণমূলে এসে সরকারি ভাবে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়। এটা সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করা হয়েছে। এতে ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে পিএসি চেয়ারম্যান করার ঐতিহ্যও লঙ্ঘিত হয়েছে। যদিও এদিন সরকার পক্ষের আইনজীবী কোনও সওয়াল করেননি। হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৬ সেপ্টেম্বর। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি বিধায়কের আইনজীবি জানান, ‘মণিপুর বিধানসভা মামলায় এই ধরনের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই ভাবে মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা যাবে না।’