কলকাতা পুলিশের অফিসার-রা যাঁরা ভালভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না ৷ এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হল লালবাজার ৷ কলকাতা পুলিশের অফিসারদের ইংরেজিতে কথা বলা শেখাতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের প্রত্যেক সাব-ইন্সপেক্টর যাতে ইংরেজিতে আরও ভালভাবে কথা বলতে পারেন, সে জন্য ব্রিটিশ কাউন্সিলে তাঁরা প্রশিক্ষণ নেবেন । এই বিষয়ে কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র বলেছেন, এটি কোনও স্পোকেন ইংলিশ কোর্স নয় । বিভিন্ন রকমের তদন্ত করতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপলব্ধি করেছেন যে, ইংরেজি ভাষায় আরও দক্ষতা বাড়াতে হবে কলকাতা পুলিশকে। সূত্রে খবর, আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলেও, পরবর্তীকালে বৃহৎ আকারে এই কোর্স চালু করা হবে ।