জেলা

পার্থপ্রতিম ও বিনয়কৃষ্ণকে প্রাণনাশের হুমকি কামতাপুরি জঙ্গি গোষ্ঠীর

কামতাপুরি জঙ্গি গোষ্ঠীর হিট লিস্টে এবার কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ও প্রাক্তন বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন। কামতাপুরি আন্দোলনকারীদের বিচ্ছিন্নতাবাদী বলায় তাঁদেরকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করে প্রেস বিবৃতি দিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি দিল কেএলও জঙ্গি গোষ্ঠী। আর এই ঘটনার জেরে তৎপর পুলিশ প্রশাসন। কোচবিহারের এই দুই নেতা সর্বক্ষণ উত্তরবঙ্গ জুড়ে বিচরণ করে থাকেন। আবার অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সক্রিয় KLO। আর এই দুই নেতাকে উদ্দেশ্য করে তাদের তরফে হুমকি আসার পরই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বিবৃতি জারি করে কেএলও-র দাবি, নির্বাচনের নামে সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে। কোচ জনজাতি চরম প্রতারণার শিকার হয়েছে। আর তার ফলে এই দুই নেতার চরম পরিণতি হবে। কার্যত প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। মূলত কয়েকদিন আগেই একটি ভিডিও প্রকাশ করে কামতাপুর রাজ্যের দাবি করা হয় KLO-র তরফে। আর এর চরম বিরোধিতা করেন পার্থপ্রতিম রায়। আর তার পরিপ্রেক্ষিতেই এবার তাঁকে চাপে রাখতে এমনটাই হুঁশিয়ারি দিল KLO বলে মত রাজনৈতিক মহলের।