কলকাতা

রাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই, দায়িত্বে আনা হচ্ছে ১০৯ জন অফিসারকে

ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে খুন এবং ধর্ষণের ঘটনায় তদন্ত করবে সিবিআই আধিকারিকরা। আদালতের নির্দেশ অনুযায়ী ভোট পরবর্তী হিংসার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তের জন্য ১০৯ জন অফিসারকে নিয়ে ৪ বিশেষ দল গঠন করল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআইয়ের একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। এবার চারটি দলে থাকবেন ২১ জন করে ৮৪ জন এএসপি, ডিএসপি মর্যাদার অফিসার। এই ৪ বিশেষ দলের তত্ত্বাবধানে থাকছে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ২৫ জন গোয়েন্দা কর্তা। এর পাশাপাশি গতকালই ভোট পরবর্তী হিংসা মামলায় নজরদারি বাড়াতে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব পেলেন অখিলেশ সিং। এতদিন পর্যন্ত সিবিআইয়ের ডিআইজি পদে ছিলেন অখিলেশ সিং। কয়লা, গরু এবং নারদ মামলার দায়িত্ব সামলানোর দায়িত্বে ছিলেন অখিলেশ সিং। এবার অখিলেশ সিং-‌কে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলানোর ভার দেওয়া হল।