কলকাতা

​আন্দোলনকারীরা বিজেপির ক্যাডার, দাবি শিক্ষামন্ত্রীর

 বেতন বৃদ্ধির নামে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে কয়েকজন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও করেছে পুলিশ। এবার সরাসরি তাদের বিজেপির ক্যাডার বলে দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই সমস্ত পার্শ্বশিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা উন্নয়ন করেছে, সেই তথ্য তুলে ধরে মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এর পরেও যারা আন্দোলন করছে, তারা আসলে বিজেপির ক্যাডার।’ এদিন ফেসবুকে একটি লম্বা-চওড়া পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে তিনি দাবি করেন, ‘বাম আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে SSK এবং MSK-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিক-এর বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগসুবিধাও বলে কিছু ছিল না।’ কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের সরকার গত বছরের ডিসেম্বর SSK এবং MSK-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনেছে। একইসঙ্গে সাম্মানিক বাড়িয়ে মাসিক ১০ হাজার ৩৪০ টাকা এবং সম্প্রসারক/সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩ হাজার ৩৯০ টাকা করা হয়েছে। এখানেই শেষ নয়, তাদের বছরে ৩ শতাংশ বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে বলেও এ দিন দাবি করলেন শিক্ষামন্ত্রী। আবার প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। অবসরের সময়ে প্রত্যেকের জন্য ৩ লক্ষ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে। এমনটা দাবি করে শিক্ষামন্ত্রী লেখেন, ‘মহিলাদের জন্য সরকারি নিয়মানুযায়ী মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রত্যেককের জন্য চিকিত্‍সা সংক্রান্ত-সহ বাত্‍সরিক ১৮ দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে। তারপরেও যারা আন্দোলন করছেন, তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার।’