কলকাতাঃ ইসকনকে ৭০০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার আর সেখানেই হেলিপ্যাড সহ বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি হবে। বৃহস্পতিবার কলকাতায় ইসকন মন্দিরে আরতির পর রথ যাত্রার সূচনা করে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪৮ বছরে পড়ল ইসকনের রথযাত্রা। সেই উপলক্ষ্যে মন্দিরে পুজোর সময় উপস্থিত ছিলেন মমতা। আরতি শেষে মুখ্যমন্ত্রী জানালেন, মায়াপুরের ইসকন মন্দিরকে আগামী দিনে তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। সেই মতো মায়াপুর, নবদ্বীপকে ঢেলে সাজানো হচ্ছে। এদিন রথযাত্রার সূচনার সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান জৈন, তাঁর স্বমী নিখিল জৈন, টলিউড অভিনেতা সোহম, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ তৃণমূলের নেতাকর্মীরা।