‘লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিন!’ পুলিশ বাহিনীকে এই বার্তা দিচ্ছেন এক সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। কাদের মাথা ফাটানোর কথা বলছেন জানেন? কৃষকদের! এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনতিবিলম্বে শুরু হয়েছে প্রবল বিতর্ক। তীব্র নিন্দা করেছেন এমনকী বিজেপির সাংসদ বরুণ গান্ধীই। হরিয়ানার কার্নালে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্য বিজেপির প্রধান ওমপ্রকাশ ধনখড় এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ একটি বৈঠকে উপস্থিতি ছিলেন। বিজেপির সেই বৈঠকে হাজির হয়ে প্রতিবাদ করতে যান একদল কৃষক। প্রতিরোধ করে পুলিশ এবং অন্তত ১০ জন কৃষক পুলিশের লাঠিচার্জে আহত হন। এরপরেই ওই ভিডিও প্রকাশ্যে আসে। একদল পুলিশকর্মীর উদ্দেশে কার্নালের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট আয়ুষ সিনহাকে বলতে শোনা যায়, ‘বিষয়টা খুব সোজাসাপ্টা। যেই হোক, যেখান থেকে আসুক, কেউ যেন ওখানে পৌঁছতে না পারে। এই লাইন আমরা ভেদ করতে দেব না কোনওভাবেই। স্রেফ লাঠি তুলবেন এবং ওদের সজোরে মারবেন। একদম পরিষ্কার, কারও নির্দেশের দরকার নেই, স্রেফ মেরে ফাটিয়ে দিন। এখানে যদি একজনও প্রতিবাদকারীকে দেখি, তার যেন মাথা ফাটা থাকে, ওদের মেরে মাথা ফাটিয়ে দিন।’ ভিডিওটি টুইটারে পোস্ট করে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লেখেন, ‘আশাকরি এই ভিডিও এডিট করা এবং জেলাশাসক একথা বলেননি। তা না হলে, গণতান্ত্রিক ভারতে দেশের নাগরিকদের সঙ্গে এই ব্যবহার গ্রহণযোগ্য নয়।’