বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পুলিশের দ্বারস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী। অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, পরে বিয়ের কথা অস্বীকার। উল্টে ছাত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ওই অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ইন্টার্নাল কমপ্লেইন সেলেও অভিযোগ জানিয়েছেন ছাত্রী। ওই গবেষক ছাত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই ক্লাস করার সময়ই ওই অধ্যাপকের নজরে পড়েন তিনি। কিছুটা দুর্বলতা ছিল ছাত্রীরও। নোটে কোনও সমস্যা হলে তাঁকে ফোন করতে বলেছিলেন অধ্যাপক। বিভিন্ন সময়ে ফোন করতেনও তিনি। ক্রমেই দু’জনের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। ফলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও দেখা করতে থাকেন। ছাত্রীর অভিযোগ, অধ্যাপক তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কথা বিশ্বাস করেছিলেন তিনিও। তারপর একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হন তাঁরা। কিন্ত ইদানীং সেই অধ্যাপক তাঁকে এড়িয়ে যেতে শুরু করেন। ফোন ধরা বন্ধ করে দেন। ছাত্রী নিজে যোগাযোগ করতে গেলে তাঁকে অপমানও করেন। বিয়ে করার কথা পুরোপুরি অস্বীকার করেন অধ্যাপক বলে অভিযোগ। জানা গিয়েছে, লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যাপকের বিরুদ্ধে দিনপাঁচেক আগে ছাত্রী যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন। ওই গবেষক-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কাছেও অভিযোগ জানিয়েছেন। এবং তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায়