জেলা

জঙ্গিপুর ভবনে তৈরি হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের নামাঙ্কিত সংগ্রহশালা

জঙ্গিপুরে প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্যায়ের বাসভবন ‘জঙ্গিপুর ভবন’-এ তৈরি হচ্ছে তাঁর নামাঙ্কিত মিউজিয়াম । আজ প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই ঘোষণা করলেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় । মিউজিয়ামে থাকবে ভারতরত্ন প্রয়াত রাষ্ট্রপতির বিভিন্ন সময়ের ব্যবহৃত সামগ্রী ও ছবি । আজ জঙ্গিপুর ভবনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় হাজির ছিলেন বিশিষ্টজনেরা । প্রণব-পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা । রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সোনাটিকুরিতে অবস্থিত জঙ্গিপুর ভবনের এই সংগ্রহশালা কিছুদিনের মধ্যে সাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷ দ্বিতল ভবনের একতলায় থাকছে মিউজিয়াম এবং গ্রন্থাগার । সেখানে রাখা হবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ব্যবহৃত পেন, পোশাক, আসবাবপত্র সহ একাধিক মূল্যবান সামগ্রী ও বিভিন্ন সময়ের ছবি ও বই । প্রণব মুখোপাধ্য়ায় যে চেয়ারে বসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপক্ষে সোনিয়া গান্ধী ও সীতারাম ইয়েচুরিকে বসিয়ে ইউপিএ জোটের কথা ঘোষণা করেছিলেন, সেই চেয়ার জঙ্গিপুর ভবনে স্থান পেয়েছে ।