ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিজেপি সরকার নির্দয়’, রান্নার গ্যাসেরান্নার গ্যাস সহ পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের মতো তেলের বর্ধিত দাম প্রত্যাহারের জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স জ্বালানির মূল্যবৃদ্ধিতে জেরবার জনতা। তাই আমজনতার পাশে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। পেট্রল, ডিজেলের পাশাপাশি লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। মাস পয়লায় একলাফে অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় সরব হন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘কেন্দ্রের জনবিরোধী নীতি এবং সাধারণ মানুষের প্রতি তাঁদের উদাসীনতা খুবই কষ্টদায়ক। চড়চড়িয়ে বাড়ছে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস এবং রান্নার তেলের দাম। যা মধ্যবিত্ত পরিবারগুলির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না। ক্ষমার অযোগ্য এটা। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, যাতে জনস্বার্থে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এবং জ্বালানির দাম এখনি কমান।’ সঙ্গে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, ‘শেম অন বিজেপি গভরনমেন্ট’ অর্থাত্ বিজেপি সরকারের লজ্জা হওয়া উচিত।