কলকাতা পুজো

খুঁটিপুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হল রায়পুর ক্লাবে

ইশিতা উপাধ্যায়, কলকাতাঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা! তারপরেই উদ্যম আনন্দে মাততে চলেছে শহর কলকাতা। আর সেই মহোতসবের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। রথের দিনে দুর্গা পুজোর কাঠামো পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে  দেবী আরাধনার সূচনা করা হয়। সেই শুভ সূচনা পর্ব সেরে ফেললেন রায়পুর ক্লাব। খুঁটি পুজোর মাধ্যমে তাদের ২০১৯-র দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল রথযাত্রার শুভলগ্নে। এ বছরে ৭০তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। থিম শিল্পী রূপক বসুর ভাবনায় সেজে উঠতে চলেছে রায়পুর ক্লাবের এবারের পুজো। ক্লাবের সদস্যবৃন্দরা এদিনের আনন্দানুষ্ঠানে যোগদান করেন। এই পুজোর থিমের আবহ তৈরি করছেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী। দেখুন ভিডিও –