কলকাতা

এবার কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি

আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে ইডির কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে চিঠি পাঠিয়ে তলব করলেও মলয়বাবু নিজে অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। বরং তিনি হতবাক বলে জানান। ঘনিষ্ঠমহলে কেবল তিনি জানান, এখনও কোনও চিঠি পাননি। আর এই চিঠি যদি সত্যি হয় কাহলে বুঝতে হবে পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে। কারণ কয়লা কাণ্ডে কোনওভাবেই তিনি যুক্ত নন। উল্লেখ্য এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লিতে তাঁদের কার্যালয়ে ডাক পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে। ডাক পাঠিয়েছে রাজ্যের ৩ আইপিএস অফিসারকেও। রুজিরার তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। তাই ইডি কর্তারা যেন তাঁর বাড়িতে এসে কথা বলেন। অভিষেক অবশ্য দিল্লি চলে গিয়েছেন ইডি কর্তাদের মুখোমুখি হতে।