কলকাতা

৬০ শতাংশ নম্বর পেলেই সরকারি স্কলারশিপ পাবে পড়ুয়ারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পড়ুয়াদের ভবিষ্যতের পড়াশুনার জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতের পড়াশুনার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তাই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ পাওয়া পড়ুয়াদের বৃত্তি দিত রাজ্য সরকার। এবার থেকে আরও সুযোগ দেওয়া হল সেই ক্ষেত্রে। আগামী শিক্ষাবর্ষ থেকে আর ৭৫ শতাংশ নয় ৬০ শতাংশ নম্বর পেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় বৃত্তি পাবে পড়ুয়ারা। এদিন নবান্নে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও মাদ্রাসা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করে রাজ্য সরকার। সেজন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হত পড়ুয়াদের। সেটাই এদিন কমিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বিষয়ে এদিন জানিয়েছেন, ‘সংখ্যালঘুদের জন্য রয়েছে ঐক্যশ্রী। অনগ্ররসদের জন্য আছে

শিক্ষাশ্রী। কন্যাশ্রী তো সব মেয়েদের জন্য আছে। সুযোগগুলো কাজে লাগাও অনেক বড় হতে হবে জীবনে। আর কিছুদিনের মধ্যে ৩ লক্ষ সাইকেল দেব সবুজসাথীতে। ট্যাব দেব দ্বাদশ শ্রেণির ১০ লক্ষ পড়ুয়াকে। এতদিন পর্যন্ত ৭৫ শতাংশ নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যেত। জেনারেল ছাত্র-ছাত্রী যারা মেধাবী, কিন্তু পারিবারের আর্থিক অবস্থা খারাপ, তাদের কথা ভেবে এই নম্বর এখন ৬০ শতাংশ করা হয়েছে। ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে এবার থেকে।’ এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘কেরিয়ার গাইডলাইনের জন্য একটি পোর্টাল তৈরি করা হবে। কোন বিশ্ববিদ্যালয়ে কী পড়ানো হচ্ছে, তা এই পোর্টালের মাধ্যমে জানা যাবে। এর ফলে সমৃদ্ধ হবেন ছাত্র-ছাত্রীরা। বিনামূল্যে এই পোর্টাল থেকে গাইডেন্স পাবেন পড়ুয়ারা।’ এছাড়াও এদিন ‘দুয়ারে সরকার’ এর মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এর সুবিধা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/994782081320556